রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে ১কোটি ৬১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫ উদ্বোধন পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনায় ওয়াদুদ ভূইয়া পটুয়াখালী গলাচিপার চরবাংলায় খাস জমি নিয়ে হামলা জাতীয় ঈদ্গাহের সামনে ড্রামের ভিতর খণ্ডিত মরদেহ উদ্ধার বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর মাগুরা জেলা কমিটি গঠন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ঢাকা খুলনা মহাসড়কে ময়লার ভাগার, দুগন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী, চালক ও যাত্রীরা

মোঃ মজিবুর জুয়েল / ৪২
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মার মোড় এলাকায়  ঢাকা খুলনা মহাসড়কের পাশে তৈরী হয়েছে ময়লার ভাগাড়। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হর হামেশা  আনা এসব ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। এতে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা ও যানবাহনের চালকসহ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। পদ্মার মোড় এলাকায় আসলে নাক মুখ হাত দিয়ে  চেপে ধরে এই এলাকা পার হতে হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে,
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা বর্জ্য প্রতিদিন মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে, সৃষ্টি হয়েছে দূষণ ও পরিবেশগত ঝুঁকি। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহনের যাত্রীরাসহ পথচারীরা ময়লার দুর্গন্ধে  নাক মুখ চেপে এলাকা পার হতে হচ্ছে। ময়লার স্তুপ পেরিয়ে গেলে দুর্গন্ধে বমি বমি ভাব হয়ে ওঠে। দীর্ঘদিন ধরেই এই দুর্ভোগ পোহাচ্ছে  যানবাহনের চালক,  যাত্রী,  পথচারীরাসহ শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে এভাবে বর্জ্য ফেলা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। তারা দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন।
পথচারী আলমগীর হোসেন ও অটোরিকশা চালক এরশাদ মন্ডল অভিযোগ করে বলেন, “মহাসড়কের পাশে এত বর্জ্য জমে থাকে যে হাঁটাচলা করাও কষ্টকর হয়ে পড়েছে। কখনো দুর্গন্ধে শ্বাস নেওয়া যায় না, এই ময়লা গুলো কুকুরে মহাসড়কের উপরে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে। যার ফলে অনেক সময় মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটে। আবার বৃষ্টিতে পানি জমে ময়লার সঙ্গে মিশে যায় রাস্তায়। এখনো পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও গোয়ালন্দ পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান খান দৈনিক আজকের খবরকে  জানান, আমাদের পৌরসভার ডাম্পিংয়ের কাজ ৯৮ ভাগ শেষ হয়ে গেছে। আর মাত্র ২ ভাগ কাজ বাকি আছে। কাজ চলমান  রয়েছে আাশাকরি খুব শীগ্রই কাজ শেষ হবে এবং এই সমস্যা সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category