রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মার মোড় এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে তৈরী হয়েছে ময়লার ভাগাড়। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হর হামেশা আনা এসব ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। এতে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা ও যানবাহনের চালকসহ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। পদ্মার মোড় এলাকায় আসলে নাক মুখ হাত দিয়ে চেপে ধরে এই এলাকা পার হতে হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে,
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা বর্জ্য প্রতিদিন মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে, সৃষ্টি হয়েছে দূষণ ও পরিবেশগত ঝুঁকি। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহনের যাত্রীরাসহ পথচারীরা ময়লার দুর্গন্ধে নাক মুখ চেপে এলাকা পার হতে হচ্ছে। ময়লার স্তুপ পেরিয়ে গেলে দুর্গন্ধে বমি বমি ভাব হয়ে ওঠে। দীর্ঘদিন ধরেই এই দুর্ভোগ পোহাচ্ছে যানবাহনের চালক, যাত্রী, পথচারীরাসহ শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে এভাবে বর্জ্য ফেলা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। তারা দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন।
পথচারী আলমগীর হোসেন ও অটোরিকশা চালক এরশাদ মন্ডল অভিযোগ করে বলেন, “মহাসড়কের পাশে এত বর্জ্য জমে থাকে যে হাঁটাচলা করাও কষ্টকর হয়ে পড়েছে। কখনো দুর্গন্ধে শ্বাস নেওয়া যায় না, এই ময়লা গুলো কুকুরে মহাসড়কের উপরে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে। যার ফলে অনেক সময় মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটে। আবার বৃষ্টিতে পানি জমে ময়লার সঙ্গে মিশে যায় রাস্তায়। এখনো পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও গোয়ালন্দ পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান খান দৈনিক আজকের খবরকে জানান, আমাদের পৌরসভার ডাম্পিংয়ের কাজ ৯৮ ভাগ শেষ হয়ে গেছে। আর মাত্র ২ ভাগ কাজ বাকি আছে। কাজ চলমান রয়েছে আাশাকরি খুব শীগ্রই কাজ শেষ হবে এবং এই সমস্যা সমাধান করা হবে।