টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম খান বাচ্ছু’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮সেপ্টেম্বর) বিকালে কাঞ্চনপুর দক্ষিণ পাড়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড.আহমেদ আযম খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল আলম বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, ইন্জিনিয়ার সোহরাব হোসেন,উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আমিনুল ইসলাম খান বাচ্ছুর’ অতীত জীবনী নিয়ে আলোচনা ও দোয়া করা হয়।