কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম পৌরসভার ওয়ার্ড নং ছয় এ অবস্থিত চর ভেলাকোপা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় গতকাল শনিবার সকালে আলোর দিশারী কুরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ আল মাদানী সাহেব এর সার্বিক তত্ত্বাবধানে ফিলিস্তিনের মুসলিমদের মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাজেদুল ইসলাম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম আলী মুসা কালিমুল্লাহ সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।এ সময় বক্তারা বলেন দির্ঘদিন যাবত ফিলিস্তিনের মুসলিমদের উপর জুলুম নির্যাতন ও হত্যা অব্যাহত রয়েছে।এই জুলুমের শিকার হয়েছেন হাজার হাজার নিরীহ ফিলিস্তিন বাসী। এদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু। জাতিসংঘ সহ সমগ্র বিশ্বের সকল নেতাদের সর্বাত্মক চেষ্টায় অবশেষে যুদ্ধ বিরতির ব্যাপারে একমত পোষণ করেছে। শুধু যুদ্ধ বিরতি করলেই চলবেনা, ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত ও ফিলিস্তিনের মুসলিমদের মুক্তির জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। এসময় শিক্ষার্থীও অভিভাবক বৃন্দ ফিলিস্তিনের মুসলিমদের মুক্তির জন্য কার্যকর ভূমিকা রাখতে সমগ্র বিশ্বের সচেতন মানুষের প্রতি জোর অনুরোধ জানানো হয়।পরে বিশেষ মোনাজাত করে অনুষ্ঠান শেষ হয়।