রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে ১কোটি ৬১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫ উদ্বোধন পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনায় ওয়াদুদ ভূইয়া পটুয়াখালী গলাচিপার চরবাংলায় খাস জমি নিয়ে হামলা জাতীয় ঈদ্গাহের সামনে ড্রামের ভিতর খণ্ডিত মরদেহ উদ্ধার বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর মাগুরা জেলা কমিটি গঠন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডিবি কতৃক আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার এবং উদ্ধার ৬ মোটরসাইকেল

মিলন কুমার বর্মন / ১৮৩
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

লালমনিরহাটের বিভিন্ন স্থান থেকে চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।এসময় তাদের কাছ থেকে চোরাই কৃত ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জাানা গেছে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার(২৭সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার(২৮সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মকবুল হোসেনসহ ৮ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট কালীগঞ্জের মোঃমকবুল হোসেন (৩৪), রংপুর গঙ্গাচড়ার মোঃমিলন মিয়া (৩০),মোঃরাকিব হোসেন (২৩) , মোঃসোহেল রানা সাবু (২৪),মোঃ মাসুদ রানা (২২), দক্ষিণ ধুবনীর  মোঃ আল-আমিন (২২), বাড়াইপাড়ার মোঃ জাহিদ ইসলাম (১৮)এবং হাতিবান্ধা দক্ষিণ বাড়াইপাড়ার মোঃরহমতউল্লাহ (১৮)।

ডিবি পুলিশ জানায়, প্রথমে কালীগঞ্জ বাজারের তেতুলতলা এলাকায় মকবুল মেকার নামে একটি দোকানে অভিযান চালিয়ে মকবুল হোসেন ও তার সহযোগী মিলন মিয়াকে আটক করা হয়। সেখান থেকে একটি নম্বরপ্লেটবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিবান্ধা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো , অ্যাপাচি 4v ১৫০ সিসি (সাদা-নীল) ১টি, অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি (নীল)১টি, ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো)১টি, ডিসকভার ১১০ সিসি (লাল-কালো)১টি, ডিসকভার ১০০ সিসি (নীল-কালো)১টি।মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতার ও পলাতকরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category