লালমনিরহাটের বিভিন্ন স্থান থেকে চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।এসময় তাদের কাছ থেকে চোরাই কৃত ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জাানা গেছে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার(২৭সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার(২৮সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মকবুল হোসেনসহ ৮ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট কালীগঞ্জের মোঃমকবুল হোসেন (৩৪), রংপুর গঙ্গাচড়ার মোঃমিলন মিয়া (৩০),মোঃরাকিব হোসেন (২৩) , মোঃসোহেল রানা সাবু (২৪),মোঃ মাসুদ রানা (২২), দক্ষিণ ধুবনীর মোঃ আল-আমিন (২২), বাড়াইপাড়ার মোঃ জাহিদ ইসলাম (১৮)এবং হাতিবান্ধা দক্ষিণ বাড়াইপাড়ার মোঃরহমতউল্লাহ (১৮)।
ডিবি পুলিশ জানায়, প্রথমে কালীগঞ্জ বাজারের তেতুলতলা এলাকায় মকবুল মেকার নামে একটি দোকানে অভিযান চালিয়ে মকবুল হোসেন ও তার সহযোগী মিলন মিয়াকে আটক করা হয়। সেখান থেকে একটি নম্বরপ্লেটবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিবান্ধা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো , অ্যাপাচি 4v ১৫০ সিসি (সাদা-নীল) ১টি, অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি (নীল)১টি, ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো)১টি, ডিসকভার ১১০ সিসি (লাল-কালো)১টি, ডিসকভার ১০০ সিসি (নীল-কালো)১টি।মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতার ও পলাতকরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।