চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি জমি দখল করে কবরস্থান নির্মাণ। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে জমির মালিক দাবি করে জমিতে সাইনবো স্থাপন করেছেন ইউসুফ-মিজি গংরা। এ নিয়ে দুই পক্ষের মাঝে চলছে বাকবিতণ্ড। বিষয়টির সমাধান দাবি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সকদি রামপুর গ্রামে।
ঘটনার সূত্রে জানা যায়, ৭৭নং খাঁড়খাদিয়া মৌজার সিএস খতিয়ান নং ২১৩ এসএ খতিয়ান নং ২১৬ সিএস দাগ ১৯৬ এর মধ্যে ২২ শতক জমি রয়েছে। যা বর্তমানে বিএস ১/১ খতিয়ান ভুক্ত যার দাগ নং ৩৩৪। পৈতৃক সূত্রে মালিকানা দাবি করে জমিতে সাইনবোর্ড স্থাপন করেছেন ইউসুফ মিজি গংরা। এতে বাঁধা প্রদান করেন ক্রয় সূত্রে মালিকানা দাবিকারী হাসান ঢালীগংরা। এদিকে এক পক্ষ সাইনবোর্ড স্থাপন করেন পক্ষ ফেলে দেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে চলছে বাকবিতণ্ড । যেকোনো সময় হতে পারে রক্তক্ষই সংঘর্ষ। বিষয়টি দ্রুত সমাধানের দাবি করেন স্থানীয় লোকজন।
মালিকানা সূত্রে দাবিদার ইসমাইল ও আইব বলেন, ওয়ারিশ সূত্রে এই জমির মালিক আমরা। উনি আমাদের জমি জোর করে দখল করে খাচ্ছেন। আমরা আমাদের জমি দখলে নেওয়ার জন্য সাইনবোর্ড স্থাপন করেছে। হাসান ঢালীরা আমাদের জমি সাইনবোর্ড সরিয়ে ফেলে। আমাদের জমি দখল নিতে তারা জমিটিকে কবরস্থানে পরিণত করেছে । আমরা আমাদের জমি ফিরে পেতে চাই।
হাসান ডালি বলেন, ক্রয় সূত্রে জমির মালিক আমরা। ভুলবশত এই জমি আমাদের নামে ২২ শতাংশ বিএস রেকর্ডভুক্ত হয়নি। আমাদের কাছে জমির দলিল রয়েছে। এটা আমাদের কবরস্থান। জমি ফিরে পেতে আমরা প্রয়োজন হলে আদালতে মামলা করব।
স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, আমরা কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেব জমি কার। যেহেতু সরকারের নামে রেকর্ড হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখব।