জাকের পার্টির দেশব্যাপী ইউনিয়নভিত্তিক জনসভা কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার ১নং সয়না-রঘুনাথপুর ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল (২১ অক্টোবর ২০২৫)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি নেছারাবাদ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম রেদোয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক রবি শিকদার।
সভাপতিত্ব করেন মোঃ লাবু সরদার, যুগ্ম আহ্বায়ক, জাকের পার্টি কাউখালি উপজেলা।
বক্তারা বলেন, “জাকের পার্টি এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের দল। জাকের পার্টি শান্তি ও মানবতার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা বিশৃঙ্খলা নয়, মানুষের হৃদয়ে ভালোবাসা ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। যদি নির্বাচন হয়, তবে জাকের পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে।”
সভায় বক্তারা আরও বলেন, “রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির মূল লক্ষ্য।”
তাঁরা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের চলমান স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।