“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২শে অক্টোবর ২০২৫ রোজ বুধবার ঝালকাঠি জেলায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, ঝালকাঠির সার্বিক সহযোগিতায় এবং বিআরটিএ ঝালকাঠি সার্কেল কর্তৃক আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন।
আলোচনা সভায় বক্তারা ঝালকাঠিসহ সারা দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হতাহতের মর্মান্তিক চিত্র তুলে ধরেন। তাঁরা সড়ক দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং সকলের জন্য নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বক্তারা এই বিষয়ে সকলকে আরো সতর্ক ও সচেতন থাকার জন্য জোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করে জেলা প্রশাসন, ঝালকাঠি। এই আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়কের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস চালানো হয়।