: জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮ জন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (২৪ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থানে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।
সংবাদেরগুরুত্বপূর্ণ লাইন: জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী, আন্তঃজেলা চোর চক্রের সদস্য, গরু চোর চক্রের সদস্য সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্য আসামিরা রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত দলের সদস্য মো: আবুল হাসেম (৩৯) এবং গরু চোর চক্রের সদস্য মো: মিয়ারাজ মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, দাগনভূঞা থানা পুলিশ গরু চুরি মামলায় ফেনী সোনালী ব্যাংক শাখার কর্মকর্তা আলাউদ্দিন (৪০) সহ আরও ৬ জনকে গ্রেপ্তার করে।
সোনালী ব্যাংক কর্মকর্তা মো: আলাউদ্দিনের বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় ৩টি গরু চুরির মামলা রয়েছে বলে জানান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুর ইসলাম।
তিনি আরও জানান, একইসঙ্গে সোনাগাজীতে আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ১ জন অভিযুক্তকে একটি পাইপ গান ও একটি ওয়াকিটকি সহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো: হাবিবুর রহমান জানান, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।