বিএনপিতে কল্পনাতীত গ্রুপিং, নিজেরা নিজেরা চ্যালেঞ্জিং, সমন্বয়কদের পার্টি এনসিপি’র নাই কোন চালচুলা, আ’লীগ দেশছাড়া, মাঠ গুছিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
অন্তর্বর্তীকালিন সরকার ঘোষিত সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে উদ্বেগ, উৎকন্ঠা, এমপি প্রার্থী সহ দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে ব্যপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এখনো তার কোন পরিস্কার রোড ম্যাপ প্রকাশ করেনি নির্বাচন কমিশন, তাই স্পষ্ট নয়, সবাই সন্দিহান, ধোয়াশা কিন্তু আবার যদি ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েই যায়, এমন ধারনা থেকেই সবার মাঝে কঠিন চাঞ্চল্য।
জেলায় ৬ টি আসনের মধ্যে বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে দিনাজপুর-১ আসন গঠিত।
২ উপজেলায় ১৭ টি ইউনিয়ন, ১টি পৌরসভা মোট ৩৪০টি মৌজায় ৬ লাখের বেশী মানুষের বসবাস, ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ।
সুপ্রসিদ্ধ, জনগুরুত্বপূর্ণ, দেশের অন্যতম শস্য ভান্ডার, সিংড়া ও বীরগঞ্জ জাতীয় উদ্যান বিনোদন কেন্দ্রসহ পিকনিক স্পট, বনভুমি দেশের উন্নয়নে দিনাজপুর-১ আসন সর্বাধিক তাৎপর্যপূর্ণ, অতুলনীয়।
এখানেই উত্তম লোকেশনে উপ-মহাদেশের শ্রেষ্ঠ কারুকার্য খোচিত টেরাকোটার নির্মিত শ্রী শ্রী কান্তজিউ মন্দির অবস্থিত।
সনাতনীদের সেরা উপাসনালয় একমাত্র ধর্মীয় তীর্থস্থান।৷
পাশাপাশি সৌন্দর্য মন্ডিত, আকর্ষণীয় নয়াবাদ জামে মসজিদ, পুরোকীর্তির নিদর্শন, পর্যটন এলাকা এখানেই অবস্থিত।
শস্য ভান্ডার হিসেবে খ্যাত দিনাজপুর-১. এখানকার উৎপাদিত চাল এবং আলু বিদেশে রপ্তানি করে আর্থিক ইনকাম সহ দেশের সুনাম কুড়িয়েছে।
ফসল, বনজ সম্পদ, বালু মহাল এবং হাট বাজার ইজারা ও পিকনিক স্পট, বিনোদন কেন্দ্রগুলো থেকে প্রতি বছর কোটি কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়।
যাতায়াত ব্যবস্থা অতি উত্তম তাই এখান থেকে পৃথিবীর যে কোনো দেশে গমন করা যায়।
স্বাধীনতা পরবর্তী দিনাজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর দলীয় এমপি অধ্যাপক মরহুম আব্দুল্লাহেল কাফি নিষ্ঠার সাথে এক টার্মের ৪ বছর দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করেছেন।
তিনি মৃত্যুর পর উপ-নির্বাচনে শ্রেষ্ঠ দুর্নীতিবাজ, সেরা বাটপার, তথাকথিত জঘন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, পল্টিবাজ, গাদ্দার মনোরঞ্জন শীল গোপাল স্বতন্ত্র হুক্কা মার্কায় নির্বাচন করে তৎকালীন স্বৈরাচার আ’লীগ প্রার্থীকে বিপুল ভোট ব্যবধানে পরাজিত করে এবং পরবর্তীতে আ’লীগে যোগদান ও স্বৈর শাষনের ১৫ বছর লাগাতার ক্ষমতায় থেকে জনগনের উপর অবর্ননীয় জুলুম-অত্যাচার-নির্যাতন সহ দূর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা, মার্কেট, মিল ইন্ডাস্ট্রি, দেশে ও বিদেশে বাড়ি-গাড়ি-সম্পদের পাহাড় গড়েছেন।
গত জুলাই গণঅভ্যুত্থানের পর হতে আজোবধি লাপাত্তা সাবেক স্বৈরাচার এমপি মনোরঞ্জনশীল গোপালসহ তার দোসর ও সাঙ্গপাঙ্গরা।
বিক্ষুব্ধ জনতা পটপরিবর্তনের সময় চিহ্নিত আওয়ামী দূর্নীতিবাজ বিচারপতি এনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিমের বসতভিটা ভেঙ্গে গুড়িয়ে দিলেও সাবেক নারী লোভী এমপি গোপালের ষষ্ঠিতলায় বহুতল বাসভবনের কিছুই করেনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ চূড়ান্ত না হলেও বিএনপি’র ৩ ও জায়ামাতের একক প্রার্থী মাঠে কাজ করছেন।
বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু ও কাহারোলের মামুনুর রশীদ দৃশ্যমান লবিং গ্রুপিং সহ মাঠ গুছাতে জোর তৎপরতা চালাচ্ছেন।
দল কাকে মনোনয়ন দিবে এটিই এখন সবার মুখে আলোচনা, দেখার মুখ্য বিষয় এবং অপেক্ষাকৃত বড় চমক।
অপরদিকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একমাত্র স্মার্ট, ইয়াং, হাসোজ্জল, মিষ্টিভাষী, সদালাপী প্রার্থী জননেতা মতিউর রহমান তাদের হারানো আসন পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ২ উপজেলার প্রতিটি গ্রাম, ডোর টু ডোর ভোটারদের কাছে গিয়ে তাদের হৃদয়ে স্থান কর নিতে সক্ষম হয়েছেন মর্মে দাবী করেন, উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান ও শ্রমিক কল্যান ফেডারশনের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কাস পার্টি এবং এনসিপি হালকা পাতলা নির্বাচনী প্রচার প্রচারনা লক্ষ্য করা গেলেও বাংলাদেশ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির এবং গন অধিকার পরিষদের কোনো তৎপরতা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখায় এ্যাডভোকেট চাঁন মিয়া ফেসবুকে তাদের নিজস্ব আইডিতে নিজেকে তার দলীয় দিনাজপুর-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে পোষ্ট করা অব্যাহত রেখেছেন।
আওয়ামীলীগ রাজপথে নেই, বেশীর ভাগ আত্মগোপনে, কিছু সংখ্যক কারাগারে।
তাই বাধাহীনভাবে মাঠে ব্যাপক চাষ করছেন বিএনপি’র তিন প্রার্থী ও তাদের সমর্থক গোষ্ঠী। বিভিন্ন জাতীয় দিবস গুলিতে তারা আলাদা আলাদা ভ্যানুতে মিটিং মিছিল সমাবেশ করে থাকেন।
বীরগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পক্ষে কঠোর পরিশ্রম করছেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, আব্দুল জব্বারসহ অনেকে।
একই সাথে সমান তালে বিএনপি’র অপর প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন ধলু ২ উপজেলায় মাঠের নেতা কর্মীদের সুসংগঠিত করে রাত দিন প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠ চসে বেড়াচ্ছেন।
মসজিদ, মন্দির গির্জা প্যাগডা সহ হাট বাজার মাঠে ঘাটে দোয়াপ্রার্থী হিসেবে প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালু রেখেছেন।
তার সাথে মিছিল মিটিং ও সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, যুবদল আহবায়ক আসাদুল ইসলাম দুলাল, সাবেক ছাত্রনেতা আক্কাস আলী, তাঁতি দল সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আপন, জিয়া পরিষদের সভাপতি মোঃ মিষ্টার আলী ও সম্পাদক সারওয়ার্দী সহ অন্যান্যরা।
বিএনপি নেতা সাবেক কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন তিনিও জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং প্রচার প্রচারণা শুরু করেছেন।
কাহারোলের কোন কোন ভোটারের মতে তিনি সুযোগ্য ব্যক্তি, দল মনোনয়ন দিলে পাশও করতে পারেন বলে তাদের ধারণা।
তারা বলেন বীরগঞ্জে ভোটার সংখ্যা অনেক বেশি হলেও বিএনপিতে ফাঁটল, দ্বিধা বিভক্তি, নেতাকর্মীদের মাঝে অফিস-আদালত-ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, জমি ও বালুঘাট দখল কে কেন্দ্র করে সব সময় ব্যপক দ্বন্দ্ব কলহ বিবাদ বিশৃঙ্খলা লেগেই আছে।
তার পরেও একমাত্র বিএনপি ছাড়া অন্যান্য দলের অস্তিত্ব তথা প্রভাব নেই বললেই চলে।
তাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় জামাত-শিবির তাদের মনমুগ্ধকর ব্যবহার দিয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাদের হারানো সীট পুনরুদ্ধারে আর কোন বাধা নেই মর্মে প্রার্থীসহ সকল নেতা কর্মীর অভিমত।
তাছাড়া বীরগঞ্জ পৌরসভার একাধিক বারের সাবেক মেয়র ও জামাতের দীর্ঘদিনের পরীক্ষিত আমির, সৎ, নিষ্ঠাবান ও ভালো মানুষ হিসাবে বহুল পরিচিত মরহুম মাওলানা মোহাঃ হানিফ ছিলেন গন মানুষের অতি আপনজন, পরম বিশ্বস্ত, পরিচ্ছন্ন কলঙ্কমুক্ত সুশৃঙ্খল দল জামায়াতে ইসলামী সম্মুখভাগের সুযোগ্য মহান নেতা।
যিনি এই অঞ্চলের মানুষের কাছে জামায়াতে ইসলামী কে আদর্শবান দল হিসেবে পরিচিত করিয়েছেন।
সাবেক উপজেলা জামায়াতে সেক্রেটারী ও ভাইস চেয়ারম্যান, দলের নায়েবে আমির এ কে এম কাউসার এক বিবৃতিতে বলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ – কাহারোল) আসনে দল মনোনীত সুযোগ্য, দক্ষ, ইয়াং, স্মার্ট, ক্লিন ইমেজের, কর্মোঠ একক প্রার্থী মোঃ মতিউর রহমানের দ্বারাই হারানো সীট পুনরুদ্ধার করা হবে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সুষ্ঠ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আমাদের প্রার্থীকে সবাই বেছে নিয়েছে তাই মোঃ মতিউর রহমানের বিজয় সুনিশ্চিত বলে মনে করি।