বান্দরবানের লামায় ইউপি চেয়ারম্যান,মেম্বার, হ্যাডমেন, কারবারি ও চৌকিদার নিয়ে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, লামা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তোফাজ্জল হোসেন, সরই ইউনিয়নের প্রশাসক ও লামা উপজেলা কৃষি কর্মকর্তা আসরাফুর জামান সোহেল, ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক,আজিজ নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরম সহ ইউনিয়নের ইউপি সদস্য, হ্যাডমেন,কারবারি, চৌকিদার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে আলোচনা সভায় আগত সকলেই অবৈধ ভাবে বালু উত্তোলনসহ পাহাড় কাটা বন্ধে একমত পোষন করেন। সভায় তারা জানিয়েছেন, বালু উত্তোলনের কারণ এলাকার সাধারণ মানুষের ফসলি জমি প্রতিনিয়ত ভেঙ্গে যাচ্ছে। এ ছাড়া ক্ষতি হচ্ছে এলাকার মানুষের চলাচলের যাতায়াতের রাস্তা। গ্রামের সড়ক গুলো ভেঙ্গে চূড়ে চুরমার হয়ে যাচ্ছে, অতিরিক্ত বালুর গাড়ী চলাচলের কারণে গ্রামের আশেপাশে স্কুলে যাতায়াতরত ছাত্র-ছাত্রীদের চলাচলের সমস্যা ও গায়ে ধুলাবালু লেগেই থাকে। এ কারনে লেগেই প্রতিনিয়ত আছে অসুখ বিসুখ। আগত এলাকার প্রতিনিধিরা আরো জানায়, অবৈধ বালু তোলার বিরোদ্ধে কেউ প্রতিবাদ করলে বালু ব্যবসায়ীরা তাদের নিয়োজিত সন্ত্রাসী লোকজন নিয়ে মব এর শিকার করায়। তারা সব সময় সঙ্গ বদ্ধ থাকে তাই বালু ব্যবসায়ীদের কাছে সবাই জিম্মি। এ সব বালু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরোদ্ধে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও লামাকে অনুরোধ জানান সকলেই।