চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল: জনগণের পাশে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী
নকলা উপজেলার কলাপাড়ায় চেরুর বাজারে আজ সকালেই ছিল এক ভিন্ন দৃশ্য। বাজারজুড়ে মানুষের ব্যস্ততা, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর নতুন দিনের আশায় মুখর এক পরিবেশ। সেই প্রাণচাঞ্চল্যের মাঝেই সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করতে হাজির হন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
সকালের পুরো সময়জুড়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, শোনেন তাদের জীবন-সংগ্রাম ও সামাজিক সমস্যার কথা। তিনি বলেন,
“রাজনীতি মানে মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। আমি বিশ্বাস করি—জনগণের দোয়া আর ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি।”
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত জনতাকে জানান, এই কর্মসূচি বাস্তবায়িত হলে একটি জনগণের সরকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের মনোনয়ন পেয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাজারের ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় জনসাধারণ তার উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন,
“ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আমাদের এলাকার গর্ব। আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ তিনি আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন এবং জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবেন।”
দিনের শেষে চেরুর বাজারজুড়ে শোনা যায় একটাই কথা —
“জনগণের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীই পারবেন পরিবর্তনের নেতৃত্ব দিতে।”