মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে গতকাল রাতে এক রহস্যজনক অ-গ্নি-কাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পু-ড়ে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আফরোজা বেগম ও তাঁর দুই সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ ঘরে আগুনের তাপ অনুভব করেন ঘুমন্ত আফরোজা বেগম। তিনি চোখ মেলে দেখেন, ঘরের ছাদের একপাশে আ-গু-ন জ্ব-ল-ছে। দ্রুত সন্তানদের বাঁচাতে তিনি এক শিশুকে কাঁথায় জড়িয়ে জানালা ভেঙে বাইরে বের হন। অন্যজনকে পাশের লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়।
অ-গ্নি-কাণ্ডে আফরোজা বেগম ও প্রতিবেশী মোহন মিয়ার ঘর সম্পূর্ণ ভস্মী-ভূত হয়েছে। ঘরের কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।
আফরোজা বেগমের দাবি, ঘর থেকে বের হওয়ার পর তিনি দেখতে পান তিনজন অজ্ঞাত লোক ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছে। তিনি সন্দেহ করছেন— কেউ শত্রুতাবশত আ-গু-ন লাগিয়েছে।
স্থানীয়রা আ-গু-ন নেভাতে এগিয়ে আসে, পরে ফায়ার সার্ভিস এসে
আ-গু-ন নিয়ন্ত্রণে আনে।
তবে ঘটনার সময় পাশের একটি ঘরের সিসিটিভি ক্যামেরা ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, আ-গু-ন নেভানোর ভিড়ের মাঝে কিছু দুর্বৃত্ত সেই ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা মূল্যবান জিনিসপত্র নষ্ট করে এবং সিসিটিভির ডিভাইস চুরি করে নিয়ে যায়।
লৌহজং থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক প্রতিবেদন লিখে নিয়েছেন।
আশপাশের বাসিন্দারা জানান, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।