যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২৪-২০২৫ অর্থ বছরে ঝালকাঠি জেলার অনুদানপ্রাপ্ত যুব সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ, ২১শে অক্টোবর ২০২৫, রোজ মঙ্গলবার, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক জনাব মোঃ আলাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান যুব সংগঠনগুলোর কার্যক্রমের প্রশংসা করেন এবং এই অনুদানের অর্থ যুব সমাজের উন্নয়নে যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান।
এই অনুদান যুব সংগঠনগুলোকে তাদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং যুবকদের দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।