সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীঘিনালায় অবৈধ ইটভাটায় ইউএনও’র অভিযান ফরিদগঞ্জে দরিদ্র নারীকে ফাঁকি দিয়ে সরকারি চাল চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎দরিদ্র নারীদের অর্থের প্রলোভন দেখিয়ে সমাবেশে এনে প্রতারণার অভিযোগ হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত ফ্যাসিস্ট আ.লীগ পেশাজীবি সংগঠনগুলোকে লেজুড়বৃত্তিক করে রেখেছিলো

দুদকের মামলায় বাউফলের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, স্ত্রী ও ছেলে অভিযুক্ত

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী জেলা প্রতিনিধি, / ২২
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

পটুয়াখালী-২ বাউফল আসনের আওয়ামী লীগের সাবেক ৮ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (২১ অক্টোবর) পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। মামলার নম্বর যথাক্রমে—নং-৬, নং-৭ ও নং-৫, তারিখ ২১/১০/২০২৫ খ্রি।

 

দুদকের এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি আ স ম ফিরোজ সরকারি দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

 

এজাহারে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে আ স ম ফিরোজের মোট আয় পাওয়া যায় ১৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৯৫৬ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ৫ কোটি ৯০ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। ব্যয় ব্যতীত সঞ্চয় হয় ৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৭৯ টাকা। অথচ তার নামে ও দখলে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকা। ফলে বৈধ আয়ের বাইরে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা, যার উৎসের প্রমাণ তিনি দেখাতে পারেননি।

 

একই ধারায় তার স্ত্রী দেলোয়ারা সুলতানার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুদকের তদন্তে দেখা গেছে, দেলোয়ারা সুলতানা বৈধ আয়ের বাইরে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তার মোট বৈধ আয় ৫০ লাখ ১১ হাজার ৫৬৩ টাকা হলেও তার নামে থাকা সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২১৭ টাকা।

 

অন্যদিকে, আ স ম ফিরোজের ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধেও একই আইনে মামলা হয়েছে। দুদক বলছে, তার মোট বৈধ আয় ২ কোটি ৭০ লাখ ৫ হাজার ৪১৪ টাকা হলেও তার নামে সম্পদের পরিমাণ ৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৮৪২ টাকা। অর্থাৎ, বৈধ আয়ের বাইরে তিনি ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২৮ টাকার সম্পদ অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

 

এ তিনটি মামলা দায়েরের খবর জানাজানি হলে বাউফল ও পটুয়াখালী জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category