সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে গত সোমবার বিকাল ৫ টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মহসিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খালিদ হাসান সুমন।
সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন, তহিদুর রহমান, আকাশ, বাপ্পারাজসহ দলটির স্থানীয় নেত্রী বিন্দু।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার সহধর্মেনী অসুস্থ থাকার কারণে তিনি উপস্থিত থাকতে পারেনি সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং দলীয় নেতাকর্মীর কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাস্টার নাজমুল হুদা রেজা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাব্বির হোসেন।