সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীঘিনালায় অবৈধ ইটভাটায় ইউএনও’র অভিযান ফরিদগঞ্জে দরিদ্র নারীকে ফাঁকি দিয়ে সরকারি চাল চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎দরিদ্র নারীদের অর্থের প্রলোভন দেখিয়ে সমাবেশে এনে প্রতারণার অভিযোগ হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত ফ্যাসিস্ট আ.লীগ পেশাজীবি সংগঠনগুলোকে লেজুড়বৃত্তিক করে রেখেছিলো

বড়াইগ্রাম উপজেলা পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন

দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি / ৬৯
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন।
মঙ্গলবার (২১ অক্টোবর ) সকাল থেকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ বেশকিছু কর্মসূচি নিয়ে উপজেলার কয়েকটি বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা ভূমি অফিস ও বনপাড়া পৌরসভা সহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
পরে নির্ধারিত সময় দুপুর একটায় উপজেলা মিলনায়তনে শিক্ষকদের সাথে মত বিনিময় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাvহীন বলেন, বেশিরভাগ বিদ্যালয় থেকে অবকাঠামোগত উন্নয়নের জন্য দাবি করা হয় কিন্তু শিক্ষার উন্নয়ন আশানুরূপ দেখতে পাচ্ছি না, এ বিষয়ে শিক্ষকদের জোরালো ভুমিকা পালন করতে হবে। বিদ্যালয়ে ডিভাইস নিয়ে প্রবেশে কঠোর হতে হবে এবং পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে আন্তরিকতার সঙ্গে পাঠদান নিশ্চিত করতে হবে। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার সন্তান সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরছে কিনা? কার সঙ্গে মেলামেশা করছে সে বিষয়ে সচেতন থাকতে হবে, একই সাথে আপনার বাচ্চাকে এন্ড্রয়েড ফোন দিচ্ছেন কিন্তু সেটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা এবং মোবাইলে আসক্ত যেন না হয় তা খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে তিন বছরের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি তার মধ্যে নাটোরকে তামাকমুক্ত ঘোষণা, বিদ্যালয় গুলোর ২০০ গজের মধ্যে তামাকের প্রচার ও বিক্রি জিরো টলারেন্স এবং পড়াশোনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সৃজনশীল কার্যক্রম এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ক্যারাতে প্রশিক্ষণ, ভাষা প্রশিক্ষণ এবং ব্যায়ামাগার প্রতিস্থাপন ইত্যাদি।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মুরাদ হোসেন প্রামানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী সহ সকল দপ্তর প্রধান, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ-প্রধান শিক্ষক, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
শেষে তিনটি শিক্ষা বোর্ডের মধ্যে এইচএসসিতে জেনারেল শিক্ষা বোর্ডের অধীনে ৬৭জন, কারিগরি বোর্ডের অধীনে ০৮ জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে ০২ জন মোট ৭৭ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আসমা শাহীন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং সকল দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি । এরপর বিকেল সাড়ে তিনটায় নগর ইউনিয়ন পরিষদে কৃষকদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি উপজেলার পাঙ্গিয়ার দিঘী পরিদর্শন করেন এবং উপল শহরের দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category