মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামে ঘোড়া জবাইয়ের সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালিয়েছেন এক মাংস ব্যবসায়ী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চিত্রা নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শতপাড়া গ্রামের বাসিন্দা মাংস ব্যবসায়ী হিরন বিশ্বাস দীর্ঘদিন ধরে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করতেন। ঘটনার রাতে নিজের বাড়ির পিছনে মেহগনি বাগানে একটি ঘোড়া জবাই করার সময় গ্রামবাসীর নজরে পড়লে তারা তাকে ধাওয়া করে। তবে মানুষের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
পরে স্থানীয়রা হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত ঘোড়াটি উদ্ধার করে। সরেজমিনে দেখা যায়, এর আগেও ওই বাগানে পশু জবাইয়ের আলামত রয়েছে।
হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান সাংবাদিকদের জানান,
“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত ঘোড়াটি উদ্ধার করেছি। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।