ভোলার বোরহানউদ্দিনে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন পৌর শহরে থানার সামনে বোরহানউদ্দিন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন, মো. মহিউদ্দিন, মো. আদনান,মো তানজিল,হাফেজ মো. শফিক, মো. মাইনউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও বৈষম্যের প্রতিবাদ জানিয়ে বলেন,‘আমাদের শিক্ষকদের প্রতি কোনো ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাইনা। শিক্ষকদের সম্মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে শিক্ষার মানও উন্নত হবে। শিক্ষকদের দাবি নিয়ে গড়িমসি করলে- আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার লোক মানববন্ধনে অংশ নেয়।