নাটোরের লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় এরশাদ আলী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর-বাঘা মহাসড়কে রাজশাহী থেকে কুষ্টিয়াগামী (ঢাকা মেট্রো চ ৫১-৫৮৭৫) একটি হাইস মাইক্রোবাস সজোরে এরশাদের ভ্যানকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এসময় গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার পর স্থানীয়রা ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে। পরে পুলিশ এসে চালককে থানায় নিয়ে যায়। আটককৃত চালক হলেন নওগাঁ সাপাহারের অনাথপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. হারুন অর রশিদ (৩৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।