Update Time :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
Share
নড়াইলের লোহাগড়া উপজেলায় পিক-আপে গরু চুরি করে পালানোর সময় মো.রুবেল শেখ (৪০) ও মাসুদ রানা (৩৫) নামের দুইজন গরু চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার পৌরসভার কুন্দসী মোড় থেকে পিক-আপ এবং একটি গরুসহ তাদেরকে আটক করেন পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮ টার সময় লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
গ্রেফতারকৃত রুবেল শেখ লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর- মল্লিকপুর গ্রামের মিজানুর শেখের ছেলে ও মাসুদ রানা একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
ব্রিফিংয়ে ওসি মো.শরিফুল ইসলাম জানান, থানা পুলিশের রাত্রিকালীন টহল ডিউটি চলাকালীন সময় কুন্দসী মোড়ে একটি পিক-আপ গাড়ির গতি সন্দেহ হলে গাড়িটি থামাতে গেলে পুলিশের উপস্থিতী টের পেয়ে গাড়ির চালক দিক পরিবর্তন করে দ্রুত গাড়ি চালাতে থাকে। পুলিশ তার পিছু নিয়ে ধাওয়া করতে থাকে, ধাওয়া করতে করতে কালনা চর-করফা মাদ্রাসার সামনে গেলে গরুসহ গাড়িটিকে আটক করেন। এসময় অন্য আসামিরা পালিয়ে যায় এবং গাড়িতে থাকা দুই চোরকে আটক করেন। এবং ১ টি গরু যার আনুমানিক দাম ১ লাখ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন , চোর চক্রের দুইজন চোরকে গরুসহ আটক করেছি বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। জনসাধারণের জানমাল রক্ষায় আমরা সারাক্ষণ নিয়োজিত আছি।