রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে ১কোটি ৬১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫ উদ্বোধন পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনায় ওয়াদুদ ভূইয়া পটুয়াখালী গলাচিপার চরবাংলায় খাস জমি নিয়ে হামলা জাতীয় ঈদ্গাহের সামনে ড্রামের ভিতর খণ্ডিত মরদেহ উদ্ধার বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর মাগুরা জেলা কমিটি গঠন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কেন্দুয়ায় বোনের বসত ঘর দখল করে নিলো সৎ ভাই

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ / ৪৯
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

নেত্রকোণার কেন্দুয়ায় মৃত বাবার সম্পত্তির ভাগ ভাটোয়ারের জেরে জোর মূলে গার্মেন্টস কর্মী বোনের বসত ঘর তালা ভেঙে দখল করে নিলো সৎ ভাই রুহুল আমিন (২৭)।
ঘটনাটি ঘটেছে, গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের উত্তরপাড়ায় প্রায় এক মাস আগে ; মৃত শেখ সাদীর বাড়িতে ।
জানা যায়, মৃত শেখ সাদীর ছিলো তিন স্ত্রী । এদের মধ্যে একজন ছিলেন নিঃসন্তান । বাকী দুজনের মধ্যে একজনের এক মেয়ে শামসুন্নাহার ও অন্যজনের এক ছেলে রুহুল আমিন । মৃত শেখ সাদী তাঁর অসুস্থ ও জীবনের শেষ সময়ে সেবাশুশ্রূষায় মুগ্ধ হয়ে নিজ বসত ঘর ও জায়গা জমি লিখে দেন মেয়ে শামসুন্নাহার (২২) কে । ছেলে রুহুল আমিন ছিলো বখাটে ও উশৃংখল প্রকৃতির । ফলে বাবার (শেখ সাদী) মৃত্যুর পর রুহুল আমিন শক্তির জোরে ও বেআইনিভাবে দখলের সুযোগ খুৃঁজতে থাকে । এর ভেতরে রুহুল আমিনের অযৌক্তিক আপত্তির কারণে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শামসুন্নাহারকে তার ঘর ও জায়গা-জমি বুঝিয়েও দেয় ।
এ দিকে, তাঁর মা আগেই মৃত্যু বরণ করায় শামসুন্নাহার তাঁর একমাত্র মেয়েকে নিয়ে জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি নেন । বাড়িতে কেউ ছিলো না ;ঘর তালাবদ্ধ ছিলো । এই সুযোগে গত এক মাস আগে ঘরের তালা ভেঙে ঘরের জিনিসপত্রসহ সবকিছু দখলে নেয় বাবার অবাধ্য ও সামাজিক রায় অমান্যকারী রুহুল আমিন ।
সরেজমিনে, স্থানীয় ইউপি সদস্য (সাবেক) ইসলাম উদ্দিন (৬০), আব্দুল আজিজ (৯০), এমদাদ মিয়া (২৬),  শামীম (৪০)সহ এলাকার অনেকের সাথে কথা হলে এর সত্যতা স্বীকার করেন ।
ভুক্তভোগী শামসুন্নাহার বলেন, আমার বাবার দেয়া ঘর ও জায়গা জমি সৎ ভাই দখল করে নিয়েছে । আমি বাড়িতে আসার সাহস পাচ্ছি না । আমার কেউ নেই । আমি এলাকাবাসী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।
অভিযুক্ত রুহুল আমিন বলেন, বাবাকে ভুলিয়ে বালিয়ে ঘর সম্পত্তি লেখিয়ে নিয়েছে আমার সৎ বোন । এখানে আমারও অধিকার আছে । আমি এই ঘর সম্পত্তি ছাড়বো না ।
গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মো. শহিদুল ইসলাম আকন্দ কল্যান মুঠোফোনে জানান, ঘর সম্পত্তি শামসুন্নাহারের হলেও ভাই বোন বলে কথা-তাই আমরা এলাকাবাসী দরবার শালিসির মাধ্যমে রুহুল আমিনকে অন্য একটি ঘরে থাকতে দিয়েছিলাম । কিন্তু শামসুন্নাহারের ঘরের তালা ভেঙে ঘর দখলের বিষয়টি আমার জানা নেই । তিনি আরো বলেন, বিষয়টি আমি দেখছি, কিছু করা যায় কিনা ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর মুঠোফোনে জানান, বিষয়টি জানা নেই । লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category