লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল আজিজ বাদশা গাজী শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি এ অঞ্চলের গর্ব, এলাকার সন্তান এবং সমাজ সচেতন একজন মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অজ্ঞাত প্ররোচনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাঁর পারিবারিক বাড়িতে অভিযান চালিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এলাকাবাসীর দাবি, যে বাড়িতে আমিনুল আজিজ বাদশা গাজী ২০০৯ সাল থেকে রাত্রিযাপন করেন না, সেই বাড়িতে অভিযান পরিচালনা ছিল সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যক্তিগত, সামাজিক বা রাজনৈতিক জীবনে কারো সঙ্গে মতবিরোধ বা শত্রুতা থাকা স্বাভাবিক। কিন্তু সেই বিরোধের জেরে একজন দীর্ঘদিনের রাজনৈতিক নেতার মানহানি ঘটানো ও সেনাবাহিনীকে বিভ্রান্ত করে অভিযানে নামানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ।
সচেতন মহল মনে করে, আমিনুল আজিজ বাদশা গাজী রাজনীতিকে সবসময় “রাজার নীতি” হিসেবে লালন করে এসেছেন—অর্থাৎ সত্য, ন্যায় এবং আদর্শের পথে থেকেছেন। তাঁর মতো একজন জননন্দিত নেতাকে অপমান করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় জনগণ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।