যশোরের অভয়নগর উপজেলার প্রাইভেট স্কুল এসোসিয়েশনের( অ্যাপস) বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাজঘাট কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মাহফুজ রায়হানের পরিচালনায় কম্পিউটার লিটল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ আহমেদ । অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সরকারি নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাউদার্ন স্কুলের চেয়ারম্যান মোসলেম সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ প্রিন্স, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামানসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সুধীজন। অনুষ্ঠানে সর্বমোট ৬৪ জনকে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।এর মধ্যে ১ হাজার টাকা হারে ১৬ জনকে ট্যালেণ্টপুলে এবং সাড়ে ৭ শত টাকা করে ৪৮ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।