সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইন্দুরকানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী সোনারগাঁয়ে ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম,সেবাগ্রহীতাদের সাধুবাদ নড়াইল-২, ‘ভাড়াটিয়া’ বা জোট প্রার্থী: ক্ষুব্ধ জনতা, বাধাগ্রস্ত স্থানীয় রাজনীতি ও উন্নয়ন অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদের ওপর অত্যাচার যেন অলিখিত নিয়মে পরিণত লালপুরে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ পীরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ শিক্ষক ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সচেতনতাই ক্যান্সার প্রতিরোধের মূল শক্তি : মেয়র ডা. শাহাদাত হোসেন

আহমদ উল্লাহ চট্টগ্রাম প্রতিনিধি / ২৫
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনগণকে সচেতন করে তোলা এখন সময়ের দাবি উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “সুস্থ ও সচেতন নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—এই নীতিই আমাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে।”
রোববার (১৯ অক্টোবর ২০২৫) চান্দগাঁও শমসের পাড়াস্থ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত “ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনার”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, “অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেডিকেল জোনকে আমরা ‘পিংক জোন’ হিসেবে সাজিয়েছি। এটি চট্টগ্রামবাসীর জন্য নারীর স্বাস্থ্য সচেতনতার প্রতীকী উদ্যোগ।”
তিনি আরো বলেন, স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা অনুযায়ী প্রতিবছর প্রায় সাড়ে ৬ লাখ মানুষ স্তন ক্যান্সারে  মারা যায়। তাই জনসাধারণের মাঝে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি খুব জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে মৃত্যু হার কমানোর জন্য সচেতনতার কোন বিকল্প নেই।
তিনি বলেন, আমরা যখন শহরকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার কথা বলি, তখন নাগরিক সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করাও জরুরি। এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। আগামী ২১ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সহজেই নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যা সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এতে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান সম্ভব হবে এবং নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চটগ্র্রাম ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ্ এর ইসি কমিটির চেয়ারম্যান  ডা. একেএম ফজলুল হক,  ইসি সেক্রেটারী ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ,  চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, গাইনী এন্ড অবস বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুসলিনা আখতার।  চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা শারমিন আকতার ও প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহমিনা হোসাইন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান  ডাঃ এ টি এম রেজাউল করিম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডাঃ টিপু সুলতানসহ প্রখ্যাত চিকিৎসকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category