নেত্রকোণার কেন্দুয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন ।
এ সময় কেন্দুয়া উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমান, নায়েবে আমির রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
লিফলেটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন, কারচুপি, অনিয়ম রোধ, ভোটকন্দ্রে দখল ও সহিংসতা প্রতিরোধসহ কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানানো হয় । পাশাপাশি ‘পিআর’ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয় ।