নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি) কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতে বিচারক রত্না সাহা। রোববার (১৯ অক্টোবর) সকালে একটি নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ প্রদান করেন।
রোববার সকাল ৯টার পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সাবেক সাংসদ মুক্তিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গনেই প্রবেশের আগে ও পরে অত্যন্ত দৃঢ়চেতা ও ফুরফুরে মেজাজে দেখা গেছে মুক্তি বিশ্বাসকে। দিনটি তার জন্মদিন হওয়ায় আজও অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত হয়ে মুক্তিবিশ্বাসকে শুভেচ্ছা জানালে মুক্তি বিশ্বাস হাসিমুখে “জয় বাংলা” শ্লোগান দিয়ে উপস্থিত নেতাকর্মীদের উৎসাহ দেন। এছাড়াও গভীর রাত থেকে আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আটক মুক্তিবিশ্বাসের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পোস্ট করছে নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও মুক্তি বিশ্বাসের জন্মদিনে নড়াইল ২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মোর্ত্তজাও নিজের ফেসবুক আইডি থেকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন- HBD Chita (শুভ জন্মদিন- চিতা)।
আদালত সূত্রে জানা গেছে, কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।মামলা নম্বর ০৬। সেই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে রবিবার তিনি আদালতে হাজির করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। আদালত প্রাঙ্গণে এদিনও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।