জাকের পার্টির দেশব্যাপী ইউনিয়নভিত্তিক জনসভা কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল (১৮ অক্টোবর ২০২৫)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। তিনি বলেন, “জাকের পার্টি নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা বিশৃঙ্খলা নয়, মানুষের হৃদয়ে ভালোবাসা ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ভক্ত ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর লিটু। সভাপতিত্ব করেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম শেখ।
সভায় বক্তারা বলেন, রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির মূল লক্ষ্য। বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের চলমান স্থিতিশীলতা বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।