বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার নির্বাহী সদস্য ও তানোর উপজেলা প্রেস ক্লাবের সদস্য, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার তানোর প্রতিনিধি প্রভাষক লুৎফর রহমানের প্রয়াত পিতার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮অক্টোবর) বিকেল ৫টার দিকে তানোর বাজারস্থ তানোর উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখা ও তানোর উপজেলা প্রেস ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি ও তানোর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মিজানুর রহমান, এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন—
তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সহ-সভাপতি বকুল হোসেন, সহ- কোষাধ্যক্ষ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজ উদ্দিন সরকার, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, সদস্য মনিরুজ্জামান মনি, পাপ্পু কুমার, আশরাফুল ইসলামসহ তানোরের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা। দোয়া মাহফিলে প্রয়াত পিতার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তানোর উপজেলার সকল সাংবাদিক পরিবারের সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিল শেষে বক্তারা বলেন, প্রয়াত পিতা একজন সৎ, পরোপকারী ও সমাজপ্রেমী ব্যক্তি ছিলেন। তাঁর আদর্শ ও শিক্ষার প্রভাব প্রভাষক লুৎফর রহমানসহ পরিবারের সদস্যদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা মরহুমের আত্মার চিরশান্তি ও জান্নাতবাস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনাও অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকতার নীতি, সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।