উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল শাহছূফী নুরুল হুদা আল কাদেরী এর প্রতিষ্ঠিত হুজুর গাউছুল আজম আবদুল কাদের জিলানী চৌধুরী (রঃ) এর ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে ৪৮ তম আজিমুশশান মিলাদ মাহফিল শুক্রবার দারুল হুদা দরবারে গাওছিয়া শরীফ, ফয়েসলেক, চট্টগ্রামে জাকজমকতার সহিত সম্পন্ন হয়। বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকাল ১০ টা হতে কোরআন শরীফ, খতমে ইউনুস শরীফ, খতমে তাছমীয়া শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে গাওসীয়া শরীফ, খতমে খাজেগান শরীফ সহ বিভিন্ন খতমাদীর আয়োজন করা হয়।
জুমার আলোচনায় গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আতাউল্লাহ নঈমী (মা.জি.আ)। বাদে আছর ত্বরিকতের তালীম পরিচালনা করেন পীর ছাহেব কেবলা। বাদে মাগরিব থেকে ইসলামী আলোচনা পেশ করেন ঢাকা শাহজাহানপুর গাউছুল আজম জামে মসজিদের খতিব সৈয়দ হাসান আল আজহারী, দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি মোহাম্মদ উসমান গণি সালেহী।
মাদ্রাসা এ নুরীয়া কমপ্লেক্সে আয়োজিত এ মাহফিলে বক্তারা গাউছে পাকের বিভিন্ন মুজেজা কারামত নিয়ে আলোচনা করেন। প্রত্যেককে গাউছে পাকের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করে গাউছে পাকের জীবনাদর্শ অনুসরণ করার জন্য আহবান জানান। উক্ত মহতি মাহফিলে সদারত এবং আখেরী মোনাজাত পরিচালানা করেন দরবারে দারুল হুদা গাউছিয়া শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুলহাজ্ব বেলায়েত হোসেন আল কাদেরী।