মুন্সীগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে রবিবার দুপুরে জামায়াত নেতা মনির হোসেন বেপারীর ছেলে আল-ফাহাদ (২৪)-এর উপর স-ন্ত্রা-সী হা-ম-লা-র অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, পরকীয়ার বিষয়টি নিয়ে ভগ্নিপতি আল ফয়সাল রাহাতের সঙ্গে আল-ফাহাদের বিরোধ ছিল। ফয়সাল তার স্ত্রী ফাতেমাকে
নি-র্যা-ত-ন করতেন, এ ঘটনায় মামলা হয় (সিআর মামলা নং ৮২২/২৫)। সেই মামলার হাজিরা দিতে গেলে আদালতের সামনে ফয়সাল ও তার সহযোগীরা আল-ফাহাদের ওপর চড়াও হয়।
অভিযোগ অনুযায়ী, লোহার হা-তু-ড়ি, কাঠের ডাসা, বাঁশের লা-ঠি ও রা-ম-দা দিয়ে বেধড়ক পে-টা-নো হয় আল-ফাহাদকে। তার কপাল ও মুখে
আ-ঘা-তের চিহ্ন রয়েছে।
চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হা-ম-লা-কা-রীরা অ-স্ত্র দেখিয়ে প্রা-ণ-না-শের হুমকি দিয়ে পালিয়ে যায়।
গু-রু-তর আ-হ-ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আ-হ-তের পিতা মনির হোসেন বেপারী বলেন, “আমার ছেলেকে হ-ত্যা করতে পরিকল্পিতভাবে হা-ম-লা করা হয়েছে। থানায় অভিযোগ দিয়েছি।”
এদিকে অভিযুক্ত আল ফয়সাল রাহাত বলেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। আমি হা-ম-লা-য় জড়িত নই।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে আহত আল-ফাহাদ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। পরিবার ও স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।