মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম অধ্যাত্ব শরাফতের ২য় তম প্রাণপুরুষ রুহুল আশেকীন, সিরাজুস সালেকিন গাউছুল আজম গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর ১৬০ তম খোশরোজ শরীফ ২৯ আশ্বিন ১৪ ই অক্টোবর মাইজভান্ডার দরবার শরীফ বিশ্ব মোমেন মনজিলে অনুষ্ঠিত হয়। গাউছিয়া মাইজভান্ডারিয়া হাবিবিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় সকাল থেকে রওজা শরীফ গোসল, মিলাদ কিয়াম, মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহাসমারোহে যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়। সমগ্র দেশ থেকে আগত অসংখ্য আশেক ভক্ত জায়েরিনদের মিলনমেলায় পরিণত হয় পুরো দরবার জুড়ে।
এখই সাথে গাউছুল আজম বাবা ভান্ডারীর বড় শাহজাদা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির চেহলাম শরীফ উপলক্ষ্যে ভক্তদের সাথে নিয়ে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর। জিকির আজগার এবং তবারুক পরিবশনের মধ্য দিয়ে আশেক ভক্তরা দিনটি অতিবাহিত করে।