আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, ধর্মের মূল অর্থ হলো নিজের মধ্যে মানবিক গুণাবলি অর্জন করা, যা যুগে যুগে মাইজভাণ্ডারী তরিকার ভ্রাতৃত্ব ও সহনশীলতার শিক্ষা প্রদানের মাধ্যমে পরিস্ফুট হয়েছে। মানুষের ভেতরের এবং বাইরের আচরণের মধ্যে ঐক্য থাকা অপরিহার্য; অর্থাৎ মানুষ হতে হলে ভিতরে ও বাহিরে এক হতে হবে। এই মানবিক ও নৈতিক ভিত্তিই একটি উন্নত সমাজ গঠনের চাবিকাঠি।
সোমবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর প্রথম বর্ধিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও আত্মিক উন্নয়নের বিষয়গুলোতে আলোকপাত করে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, বেকারত্ব দূরীকরণে দক্ষতাভিত্তিক পড়ালেখার প্রতি জোর দিতে হবে। সমাজে শান্তি ও ভারসাম্য আনতে সম্পদের সুষম বন্টন করতে হবে। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে মহান আল্লাহর এবাদত এবং সৃষ্টির কল্যাণে কাজ করার মাধ্যমে উভয় জগতের সাফল্য অর্জন করতে হবে।
তিনি বলেন, যখন একজন ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারে, তখনই এর ইতিবাচক প্রভাব পরিবার, সমাজ, রাষ্ট্র ও বৃহত্তর বিশ্ব মানবতার উপর পড়ে এবং এইভাবেই একটি মানবিক সমাজ ও বিশ্ব গড়ে তোলা সম্ভব হয়।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী এঁর সভাপতিত্বে ও সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম-সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সেলিম আহমদ খাঁন ও আইন বিষয়ক সম্পাদক এস.এম রফিকুল ইসলাম।
এবারের বর্ধিত সভায় সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শাখাসমূহ থেকে প্রায় হাজারের অধিক কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করেন।
বর্ধিত সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।