রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে ১কোটি ৬১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫ উদ্বোধন পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনায় ওয়াদুদ ভূইয়া পটুয়াখালী গলাচিপার চরবাংলায় খাস জমি নিয়ে হামলা জাতীয় ঈদ্গাহের সামনে ড্রামের ভিতর খণ্ডিত মরদেহ উদ্ধার বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর মাগুরা জেলা কমিটি গঠন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নড়াইলে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ২

খশরুল আলম পলাশ / ১০৫
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলায় মো. রাসেল শেখ (৩০) নামের এক অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত মোসা.রুমানা (২৬) ও শাহাবুদ্দীন (২৫) নামের দুইজন অপহরণকারীকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে যশোর চৌগাছা থানার যাত্রাপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ও তাদের সাথে থাকা একটি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয় । এবং মো. রাসেল শেখকে উদ্ধার করেন পুলিশ।
উদ্ধারকৃত মো.রাসেল শেখ কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের মো.জামাল শেখের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- যশোর জেলার চৌগাছা থানার যাত্রাপুর গ্রামের বাসিন্দা রুমানা ও শাহাবুদ্দীন।
পুলিশও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার ১০ (অক্টোবর) দুপুরে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা বাজার থেকে বিকাল ৪ টার দিকে তাকে কৌশলে তাদের বাড়িতে নিয়ে যান। অপহরণকারীরা তার পূর্ব পরিচিত ছিলো বলে জানা যায়। তাকে নিয়ে আটকে রেখে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করেন।
পরে রাসেল শেখের স্ত্রী বাদী হয়ে রবিবার (১২ অক্টোবর) কালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর কালিয়া থানার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে রবিবার মধ্য রাতে নড়াইল সদর থানা এবং যশোর জেলার চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ভিকটিম মো. রাসেল শেখকে উদ্ধার করা হয়। এবং অপহরন ও মুক্তিপন দাবির সাথে জড়িত রুমানা ও শাহাবুদ্দীনকে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বার্তা বাজারকে বলেন, আমরা স্বল্প সময়ের মধ্যে ভিকটিম রাসেল শেখকে উদ্ধার করি। এবং অপহরণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। এবং তাদের সাথে থাকা একটি চোরাই অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category