মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জেলার এমপিওভুক্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। শহরের আব্দুল গনি একাডেমি, দুধ মল্লিক মাধ্যমিক বিদ্যালয় ও কালেক্টরেট কলেজিয়েট স্কুল পরিদর্শন করে দেখা গেছে, শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে কোনো শিক্ষক নেই। ফলে অনেক শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে স্কুল মাঠে খেলাধুলা করছে।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা। গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পরবর্তীতে ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি করেছে।