কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে পিকআপভ্যানসহ এ পণ্য উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সোমবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পিকআপভ্যান রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পিকআপভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় উন্নত মানের শাড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত শাড়ির বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। উদ্ধারকৃত শাড়ি কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।