রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা গুচ্ছ গ্রামে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ সোস্যাল বন্ড (জিএসবি)।
আজ সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ দুপুর ১২.৩০ মিনিটের সময় গুচ্ছ গ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন সহকারী কমিশনার ( ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, সংগঠনের উপদেষ্টা মোঃ ইয়াসিন মোল্লা, উপদেষ্টা মোঃ জামাল মুন্সি।
সংগঠনের উপদেষ্টা মোঃ ইয়াসিন মোল্লা বলেন, এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের নিজেদের চাদার টাকায় আমরা এ ধরনের সামাজিক কাজ করে থাকি।
উপদেষ্টা মোঃ জামাল মুন্সি বলেন, যেখানে মানুষ কষ্টে আছে আমরা সেখানে গিয়ে তাদের প্রয়োজনমত সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের এ কাজ অভ্যহত থাকবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সোলিম শেখ বলেন, আমরা ঘড়বাড়ী হারিয়ে ছোট বড় ছেলে মেয়ে নিয়ে এই পোড়া ঘর পরিস্কার করে খোলা আকাশের নীচে বসবাস করি। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আছেন তার কাছে বিনীত অনুরোধ আমাদের একটি ঘড় করে দিবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, যারা এই খাদ্য সামগ্রী দিচ্ছেন তাদের ধন্যবাদ দিবো না তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল কাজ সরকারের পক্ষে করা সম্ভব না। এধরনের সংগঠনগুলো এগিয়ে আসলে আমরা একটি সুন্দর দেশ গঠন করতে পারবো। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সকলকে বলেন, আমার দায়িত্বের মধ্যে যা আছে তা দিয়ে আপনাদের আমি সহযোগিতা করবো প্রয়োজন হলে আমার উপরস্থ কর্মকর্তাদের জানাবো যাতে পুনরায় আবার আপনারা একটু মাথা গোঁজার ঠাঁই পান।
সংগঠনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ ( দশ) টি পরিবারের মাঝে ০১ বস্তা(২৫) কেজি চাল, ০২ লিটার সয়াবিন তেল, ০২ কেজি ডাল, ০৫ কেজি আলু, ০২ কেজি পিয়াজ ও ০১ কেজি লবন তাদের হাতে তুলে দেন।
স্থানীয় বাসিন্দারা জিএসবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক সংগঠনগুলোই বিপদে মানুষের ভরসাস্থল হয়ে উঠছে।
উল্লেখ্য, গত ০১ অক্টোবর তারিখে হঠাৎ লেগে যাওয়া আগুনে তেনাপচা গুচ্ছ গ্রামের কয়েকটি ঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণভাবে বসতভিটা হারিয়ে পরে।