রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে ১কোটি ৬১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫ উদ্বোধন পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনায় ওয়াদুদ ভূইয়া পটুয়াখালী গলাচিপার চরবাংলায় খাস জমি নিয়ে হামলা জাতীয় ঈদ্গাহের সামনে ড্রামের ভিতর খণ্ডিত মরদেহ উদ্ধার বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর মাগুরা জেলা কমিটি গঠন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

তানোরে টাইফয়েড প্রতিরোধে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১৭
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

রাজশাহীর তানোর উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন–২০২৫।পরোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় তানোর উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদাক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী সেতাউর রহমান উপস্থিত চারজন ছাত্রছাত্রীকে টিসিভি টিকা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাইফয়েড প্রতিরোধে দেশব্যাপী চলমান এই টিকাদান কর্মসূচির অংশ হিসেবে তানোর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে টিসিভি টিকা প্রদান করা হচ্ছে।
টাইফয়েড একটি মারাত্মক সংক্রমণজনিত ব্যাধি, যা সাধারণত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। এই টিকা শিশুদের দেবে দীর্ঘমেয়াদি সুরক্ষা এবং টাইফয়েড সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক বলেন,
“টাইফয়েড জ্বর একটি মারাত্মক সংক্রমণজনিত রোগ, যা অনেক সময় জীবনহানির কারণ হতে পারে। তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের নির্ধারিত সময়ে টিসিভি টিকা নিশ্চিত করা।”
তিনি আরও জানান,উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক এবং আউটরিচ টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এই টিকা দেওয়া হবে। দেশের প্রায় ৫ কোটি শিশুকে একটি ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে— যা জনস্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।
কর্মসূচির অংশ হিসেবে
বিদ্যালয় পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত,
আর কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
এক্যম্পেইনের মাধ্যমে ৯ম শ্রেণি পর্যন্ত সকল স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
পবর্তীতে কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিসিভি টিকা প্রদান করা হবে।
সরকারের এই টিসিভি টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হলে দেশব্যাপী টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং নিরাপদ শৈশব গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category