চট্টগ্রামের হাটহাজারীর সরকারহাটে পূবালী ব্যাংক লিমিটেডের একটি উপশাখার উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার ১২ অক্টোবর সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কাটিরহাট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রামাণিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সরকারহাট উপশাখার ব্যবস্থাপক জনাব মোঃ আলাউদ্দিন। আমরিন আকতারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার জনাব আবদুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক জনাব একেএম মাসুদ, গণি শপিং সেন্টারের স্বত্তাধিকারী জনাব উসমান গণি, সরকারহাট বাজার ব্যবসায়ীর সভাপতি মোঃ আলী আকবর। আরো উপস্থিত ছিলেন অত্র শাখার ভূমি মালিক জনাব মোঃ মহিউদ্দিন এবং এলাকার সর্বসাধারণ। বক্তারা বলেন সব সময় পূবালী ব্যাংকের সব শাখায় ভিড় লেগে থাকে। তার কারণ হচ্ছে এই ব্যাংকটি গ্রাহকদের জমানো টাকা সঠিক সময়ে ফেরত দেওয়ার নিশ্চয়তা দেয়। আজকে টাকা জমা দিয়ে এর পরের দিন টাকা ফেরত চাইলে সে টাকারও ফেরত প্রদানের নিশ্চয়তা বহন করে। তাছাড়া কিউআর কোড সুবিধার মাধ্যমে এটিএম বা সিআরএমে টাকা জমা, তোলা এবং বিদ্যুৎ বিল প্রদান করা যাবে। খুব শীঘ্রই এই সার্ভিসটি চালু করা হবে। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মাহমুদ। পরিশেষে ফিতা কাটার মধ্য দিয়ে ব্যাংকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কাটিরহাট শাখার অধিনে এই উপশাখাটি পরিচালিত হবে।