ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী (কামারখালী) গ্রামের গৃহবধূ স্বর্ণা মিস্ত্রী এবং তাঁর ৩ বছর বয়সী মেয়ের মৃ ত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হ ত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাজাপুরে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে মৃতার স্বজন ও স্থানীয় এলাকাবাসী এই অভিযোগ তোলেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মৃত স্বর্ণা মিস্ত্রীর মা মনিকা রানী মিস্ত্রী সমাবেশে উপস্থিত হয়ে অভিযোগ করেন যে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুবেনেশ্বর এলাকার বাসিন্দা স্বর্ণার স্বামী আশুতোষ দাস যৌতুকের দাবিতে তাঁর মেয়ে ও নাতনিকে হ ত্যা করেছেন।
মানববন্ধনে ন্যায়বিচার ও ফাঁ সির দাবি
মৃতার স্বজন ও স্থানীয়দের ডাকা এই মানববন্ধন কর্মসূচিতে ব্যাপক সংখ্যক এলাকাবাসী যোগ দেন। মানববন্ধন থেকে বক্তারা এই লোমহর্ষক যৌতুকজনিত হ ত্যা কা ণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত স্বামী আশুতোষ দাস দীর্ঘদিন ধরেই স্বর্ণার উপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। মানববন্ধন থেকে অবিলম্বে এই ঘটনায় মামলা গ্রহণ করে অভিযুক্ত আসুতোষ দাস ও তাঁর পরিবারের সদস্যদের ফাঁ সির দাবিতে তীব্র স্লোগান দেওয়া হয়।
মৃতার স্বজনরা জানান, তারা ইতোমধ্যে প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।