এসআইপি সদস্য এর সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে এই মাদক কারবারিকে ইয়াবা টেবলেটসহ আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের উত্তর আলগারচর গ্রামের ইছাব উদ্দিন এর পুত্র বাহারাম বাদশাহ (৩৫) নামে আটক। ঘটনাটি রবিবার ১২অক্টোবর ২০২৫ ইং সময় আনুমানিক দুপুর ১২:৪৫ পনে একটার দিকের ঘটনাটি ঘটেছে বলে বিজিবির বরাত দিয়ে জানা গেছে। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর বালিয়ামারী বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ আঃ মালেক এর নেতৃত্বে, টহলদল সীমান্ত মেইন পিলার ১০৭২/৫ এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়াল ডাঙ্গা, পাহাড়তলি বাজার নামক স্থান হতে উল্লেখিত আসামী সহ ভারতীয় ইয়াবা আটক করা হয়। এতে ভারতীয় ইয়াবা= (৪৭০পিচ সহ মাদক ব্যবসায়ী বাহারাম বাদশাহকে আটক করা হয়েছে। যার সিজার মূল্য= ১,৪১,০০০/-( এক লক্ষ, এক চল্লিশ হাজার, টাকা। আসামী -(০১) জন। মাদকদ্রব্য আইনে রৌমারী থানায় দেওয়া হয়েছে।