বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
আজ সকালে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম জামাল বলেন, “জামায়াতে ইসলামী এখন ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং বিএনপির নামে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য আজ পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা চায়নি। তাদের লক্ষ্য হচ্ছে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়া।”
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এই অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই বিএনপিকে এগিয়ে যেতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন এবং পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিব ভুট্টো ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মারুফ, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ফয়সাল আহম্মদ ও শাওন মিয়াজি প্রমুখ।
সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।