জাতীয় সমাজতান্ত্রিক দল জেডির ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাব সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডির সভাপতি সাংবাদিক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন, পৌর জেএসডির সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ, জেএসডি নেতা মাইন উদ্দীন শেখ নিজাম, সাংবাদিক জসিম মাহমুদ, মো: ফিরোজ আলম, কামাল হোসেন কালু, মো: হারুন প্রমূখ। সভায় ৩১তম অক্টোবর শুক্রবার হওয়ায় ১লা নভেম্বর শনিবার বিকেলে ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ সভাকক্ষে জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও পৌর শহরে মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মী সমার্থকদের ১লা নভেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানান।