পীরগঞ্জে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত পীরগঞ্জ উপজেলা প্রকল্প’-এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা ও সাংবাদিকরা মিলে সমাজ থেকে এসব কুপ্রথা নির্মূলে গণমাধ্যমকর্মীদের করণীয় এবং তৃণমূল পর্যায়ে জনসচেতনতামূলক প্রচারণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা জানান যে, একটি সুন্দর ও শিশুবান্ধব উপজেলা গড়তে সাংবাদিকদের লেখনী এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা অত্যন্ত জরুরি, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। পরিশেষে, পীরগঞ্জকে একটি আদর্শ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।